Monday, November 21, 2016

যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পেলেন বাংলাদেশি হুমা

যুক্তরাষ্ট্রের নামকরা রোডে স্কলারশিপ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী সেগুফতা এ. হুমা।

সংস্থাটি সেগুফতার স্কলারশিপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, সেগুফতা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি বেল এয়ারের ইউনিভার্সিটি অব কানসাসের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। তিনি মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।  বেশ কয়েকটি ভাষায় পারদর্শী সেগুফতা। মুসলিম অভিবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। সে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকতে চায়।
হুমার ফেসবুক পেজ থেকে জানা গেছে, তিনি উইচিটা ইস্ট হাই স্কুলে পড়াশুনা করেছেন। প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হয়। দেশের ৫০টি রাজ্যের ৩২০টি কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের পর ৩২ জনকে এই স্কলারশিপ দেয়া হয়।
সবচেয়ে প্রাচীন এবং নামকরা এই স্কলারশিপের জন্য মুখিয়ে থাকেন অনেকেই। হাজার হাজার শিক্ষার্থীকে পেছনে  ফেলে এই স্কলারশিপ পাওয়া সত্যিই এক সৌভাগ্যের বিষয়।

0 comments:

Post a Comment

Top Ad 728x90