Saturday, November 19, 2016

সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যোগাযোগ করুণ মন্ত্রণালয়ের সঙ্গে


প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবারও ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। আট সেট প্রশ্নে গত বছরের মতো এবারও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গম এলাকার ২১০ কেন্দ্রেও বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ও বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে ০২-৯৫১৫৯৭৭ (মন্ত্রণালয়) ও ০২-৫৫০৭৪৯১৭, ০২-৫৫০৭৪৯৩৯, ০১৯৭৯০৮৮৭১৯ ও ০১৭১২৪১৩১০০ (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল : ddestabdpe@gmail.com।

0 comments:

Post a Comment

Top Ad 728x90