Friday, November 25, 2016

যারা স্কলারশিপ নিয়ে বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে চান

যুক্তরাষ্ট্রের মতো স্বপনের দেশে কে না যেতে চায়! তাও আবার স্কলারশিপ নিয়ে!! কোনো টাকা ছাড়া!!! হয়তো বিশ্বাস হচ্ছে না। উচ্চশিক্ষার জন্য যারা আমিকায় যেতে চান তাদের জন্য লিখছি...। 

uoregon.edu/ NU BD EDU
বিনা খরচে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ সারা বিশ্বের আর্থিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল কালচারাল সার্ভিস প্রোগ্রামের বৃত্তির আওতায় এ সুযোগ দেওয়া হবে। চাইলে আপনি হতে পারেন সেই সব ভাগ্যবানদের একজন। শুধু মাত্র নির্বাচিত প্রার্থীরা এই বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অরেগন থেকে স্নাতকে পড়ালেখা করতে পারবেন।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিএসপি। নির্ধারিত বৃত্তির আওতায় ইউনিভার্সিটি অব অরেগনে বিভিন্ন বিষয়ে পড়ালেখা করা যাবে। এখনেই শেষ না, নির্বাচিত শিক্ষার্থীরা আকর্ষণীয় বৃত্তি পাবেন। পড়ালেখা সঙ্গে সঙ্গে আপনি পাবেন মোটা অংকের টাকা। একজন স্নাতক শিক্ষার্থীকে পড়াশোনার খরচ বাবদ মোট ছয় লাখ থেকে ২৩ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন।
তার আগে আপনাকে কয়েকটি ছোট কাজ করতে হবে। বৃত্তির আবেদনের জন্য একজনকে অবশ্যই ইউনিভার্সিটি অব অরেগনে শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত হতে হবে। সেক্ষেত্রে নতুন ভর্তি হয়েও বৃত্তির জন্য আবেদন করা যাবে। প্রথমত, প্রার্থীদের আর্থিক সুবিধাবঞ্চিত ও ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। তবে বাংলাদেশী বা অন্যান্যদের জন্য সুখবর হলো, যুক্তরাষ্ট্রের নাগরিক এমন শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। কয়েকটি শর্তের মধ্যে একটি হলো, আবেদনের সময় বছরে কমপক্ষে ৮০ ঘণ্টা সাংস্কৃতিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হবে।
আগ্রহী শিক্ষার্থী ইউনিভার্সিটি অব অরেগনের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ১৫ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে। এই সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। যারা যারা আবেদন করতে চান তারা অতিদ্রুত অনলাইনে গিয়ে ফরর্ম পূরণ করুন। ইন্টারন্যাশনাল কালচারাল সার্ভিস প্রোগ্রাম শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বৃত্তিটির অফিশিয়াল ওয়েবসাইট (https://isss.uoregon.edu/icsp) ঠিকানায়।

0 comments:

Post a Comment

Top Ad 728x90