Saturday, November 19, 2016

সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ

প্রথম দিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

এ বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিকে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন অংশ নেবে। তাদের মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ ছাত্র ও ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ ছাত্রী। এ ছাড়া ইবতেদায়িতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে এক লাখ ৫৭ হাজার ৩১৯ ছাত্র ও এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন ছাত্রী।

প্রাথমিক সমাপনীতে এবার দুই হাজার ৮৫৭ জন ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে। দেশের সাত হাজার ১৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

0 comments:

Post a Comment

Top Ad 728x90