জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অনার্স এবং মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ‘এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ট্রাস্ট’ স্বর্ণপদক অর্জন করেছেন দুই শিক্ষার্থী। ১৪.১১.১৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন উপাচার্য ড. মীজানুর রহমান। স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রিতা আক্তার ও জাকির হোসেন।
এ সময় উপাচার্য বলেন, প্রতিটি বিষয়ের গবেষণা ও উচ্চতর জ্ঞান অর্জনের জন্য গণিতবিষয়ক জ্ঞানের প্রয়োজন। পৃথিবীর বিখ্যাত সব বিষয়েই গণিতের অবদান রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের গণিতবিষয়ক গবেষণামূলক কার্যক্রমে নিজস্ব স্বকীয়তা তুলে ধরতে হবে।
মীজানুর রহমান আরো বলেন, বিজ্ঞান চর্চা না হলে যেমন কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তেমনি গণিত ছাড়াও গবেষণা, শিক্ষার উন্নয়ন ও দেশের অগ্রগতি সম্ভব নয়। অনুষ্ঠানে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্ট্রি এম. নুরুল আলম বলেন, একজন শিক্ষার্থী প্রকৃত মেধাবী তখনি প্রমাণিত হয়, যখন সে গণিতে পারদর্শী হয়।

0 comments:
Post a Comment